আজকের আলোচিত ছবি: ৩০ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর একটি হোটেলে আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: জাগো নিউজ
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ রাজধানীর বিজয় নগরে পল্টন টাওয়ারে ‘নবায়নযোগ্যে দ্রুত রূপান্তর: দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ রাজধানীর আইডিইবি ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে গুণিজন ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। ছবি: পিআইডি
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিজঅর্ডারস ডে’ উপলক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার আজ নীলফামারীর সৈয়দপুরে ইকু হ্যারিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে রংপুর বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আজ খুলনা নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত ‘বানৌজা বিশখালী’র কমিশনিং ফরমান অধিনায়কের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ছবি: আইএসপিআর
-
দেশের অনলাইন কেনাকাটার জনপ্রিয় মাধ্যম অথবা ডটকমের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল-৯’ ক্যাম্পেইন। এতে ক্রেতারা পাচ্ছেন লাখেরও অধিক পণ্যের ওপর সর্বোচ্চ ৮৯ শতাংশ ডিসকাউন্ট। অথবা ডটকমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী ক্যাম্পেইনটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ছবি: জাগো নিউজ