আজকের আলোচিত ছবি: ২৯ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ ঘোষণা কার্যকর করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে আজ রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ছবি: পিআইডি
-
অনুমতি পেয়েও যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিন যায়নি কেয়ারি সিন্দাবাদ নামের পর্যটকবাহী জাহাজ। পূর্ব ঘোষণামতে ২৮ নভেম্বর পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল জাহাজটির। আশানুরূপ টিকিট বিক্রি না হওয়ায় যাত্রী সংকটে যাত্রা বাতিল করতে হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী। ছবি: সংগৃহীত
-
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা। উভয় পক্ষের লড়াইয়ে প্রায় ২০০ জন প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত
-
পাকিস্তানের কুররাম জেলায় চলমান সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১৫২ জন। গত আটদিনের বেশি সময় ধরে সেখানে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। ছবি: এএফপি
-
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিক শিল্প নগরীর কীটনাশক তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে কারখানার একটি গোডাউনে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: জাগো নিউজ
-
পঞ্চগড়ে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়। আজ সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি। ছবি: জাগো নিউজ