আজকের আলোচিত ছবি: ২৬ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দেশের বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ফটোসেশনে অংশ নেন বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা। ছবি: পিআইডি
-
গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যে কোনো ধরনের সমালোচনা আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও সেই কথাই বলেছেন। ছবি: সাইদ শিপন
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। ছবি: লিপসন আহমেদ
-
হাওরের বোরো ধান রক্ষায় ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে। সেইসঙ্গে ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এককথায় পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: লিপসন আহমেদ
-
সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কার্যালয়ে তার কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: খালিদ হোসাইন
-
কুমিল্লার বুড়িচংয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। ছবি: জাহিদ পাটোয়ারী
-
ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনাদি ও বেতন পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কয়েকটি দেশে বিপ্লব হয়ে গেছে। শ্রীলঙ্কা, ইরাক ও মিশরে গণঅভ্যুত্থানের পরেও যেখানে পুলিশ থাকে না সেখানে বিচ্ছিন্ন ঘটনা হওয়াটা স্বাভাবিক। বিপ্লবীরা লেজ রেখে যান শয়তানি করে। সেটি প্রতিরোধ করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। ছবি: রবিউল হাসান
-
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে। এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি কিন্তু ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ। ছবি: সাখাওয়াত হোসেন
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাগর নিহতের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি।