রাজধানীতে গরম কাপড় কেনার ধুম
দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়লেও রাজধানীতে এখনো তেমন শীত পড়েনি। তবে রাজধানীর মার্কেটগুলোতে যেন বইছে শীতের বাতাস। ছবি: মাহবুব আলম
-
এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে শীতের পোশাকের দোকানগুলো।
-
গরম কাপড় বেচাকেনার ধুম পরেছে শো-রুম আর ফুটপাতে বসা দোকানগুলোতে।
-
গত কয়েকদিন ধরেই মার্কেটগুলো ক্রেতায় জমজমাট। বিক্রেতাদের আশা এভাবে বিক্রি চলতে থাকলে লাভের মুখ দেখবেন তারা।
-
রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, শীতের পোশাক কিনতে ভিড় করেছেন ক্রেতারা।
-
গরম কাপড় কিনতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষও ভিড় করছেন মার্কেটে।
-
ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন দোকানে বৈচিত্র্যময় পোশাক সংগ্রহ করে রেখেছেন বিক্রেতারা।
-
জানা গেছে, মার্কেটে ছেলেদের পোশাকের ক্ষেত্রে জ্যাকেট, ডেনিমের সোয়েটার, লম্বা হাতার মোটা গেঞ্জির চাহিদা বেশি।
-
পছন্দমতো পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা।
-
সন্তানের জন্য সঠিক পোশাক বাছাইয়ে ব্যস্ত মা।
-
পোশাক বাছাইয়ে ক্রেতাদের সহযোগিতা করছেন দোকানিরা।
-
কেনার আগে নতুন পোশাকে নিজেকে কেমন লাগছে তাই দেখে নিচ্ছেন এক যুবক।
-
কাপড় বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা।