কমেছে ইলিশের সরবরাহ, বেড়েছে দাম
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
আপডেট: ০৩:২৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে গত এক সপ্তাহ ধরে কমেছে ইলিশের সরবরাহ। কেজি প্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০টাকা। ছবি: শরীফুল ইসলাম
-
ব্যবসায়ী ও জেলেরা বলছেন, শীতের আগমন ও নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।
-
এদিকে জমজমাট থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন যেন সুনসান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতা।
-
গত সপ্তাহে ৫০০ মণের উপরে ইলিশ সরবরাহ হলেও মঙ্গলবার ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
-
সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরের ইলিশের দাম বেশ চড়া। বর্তমানে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়। এছাড়া এককেজির নিচে ৬০০-৮০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।