আজকের আলোচিত ছবি: ২৫ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ একনেক সভা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তৃতীয় সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের ৬০ ঘণ্টা প্রশিক্ষণের আওতায় অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএসএ-এর প্রতিনিধিদলের সাথে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সড়ক অবরোধ করে আন্দোলন নয়, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে। ছবি: জাগো নিউজ
-
একটা ভালো নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আল্লাহ তায়ালা আমাদের এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: মফিজুল সাদিক
-
বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না। ছবি: খালিদ হোসাইন
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে বাড়ি দখল ও সন্ত্রাসী ভাড়া করে ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলে তার মা শামসুন্নাহার তসলিম নিজের নাগরিক অধিকার এবং বাড়ি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। ছবি: মাহবুব আলম
-
রাজধানী ঢাকার টঙ্গী-বিমানবন্দর সেকশন এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগির উদ্ধার কাজ শেষ হয়েছে। ছবি: নাহিদ সাব্বির
-
বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের তিন মাস ২১ দিন পর আদালতের নির্দেশে আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
গাজীপুরে বন দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুকের কলোনি ভেঙে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী। ছবি: আমিনুল ইসলাম
-
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।