আজকের আলোচিত ছবি: ২৪ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: মাসুদ রানা
-
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। ছবি: পিআইডি
-
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অ্যাক্টিং অ্যাম্বাসেডর) একেতেরিনা সেমেনোভা। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রাশেদ। ছবি: পিআইডি
-
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন ও অন্য চার নির্বাচন কমিশনারের (ইসি) শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ছবি: ফজলুল হক
-
চারটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এরমধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। ছবি: মাসুদ রানা
-
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতাদের সঙে্গ বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি: মফিজুল সাদিক
-
শরীয়তপুর পৌর এলাকায় দখল-দূষণে বিপর্যস্ত রাজগঞ্জ খালটি উদ্ধার অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। ছবি: বিধান মজুমদার অনি