আশা নিয়ে মাঠে লবণ চাষিরা
দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ কৃষিশিল্প পণ্য লবণ। গত কয়েক বছর টানা লবণের ভালো দাম পাওয়ায় এবারো আগাম লবণ চাষ শুরু করেছেন চাষিরা। ছবি: সায়ীদ আলমগীর
-
কক্সবাজারের ৬ উপজেলা, চট্টগ্রামের বাঁশখালী ও পটিয়ার কিছু অংশে দেশের চাহিদা অনুসারে লবণ উৎপাদন হয়ে থাকে। হেমন্ত-শীত-বসন্ত ও গ্রীষ্মের কিছু সময় মিলিয়ে লবণ উৎপাদন মৌসুম।
-
চলতি ২০২৪-২৫ মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন। সেই হিসাব ধরেই জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মৌসুমের প্রথম লবণ উৎপাদন শুরু হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে।
-
লবণ উৎপাদন শুরু করেছেন উপকূলীয় পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালীর চাষিরাও। কুতুবদিয়া-পেকুয়া ও বাঁশখালী তিন উপজেলায় গত শুক্রবার পর্যন্ত প্রায় ২২০ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে।
-
লবণ উৎপাদনের প্রস্তুতি চলছে সাগর তীরবর্তী উপকূল মহেশখালী, চকরিয়া, ঈদগাঁও, কক্সবাজার সদর এলাকাতেও।