নবান্ন উৎসবে মাছের মেলা
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:৫২ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
অগ্রহায়ণ মানেই বাঙালির ঐতিহ্যবাহী, অসাম্প্রদায়িক ও মাটির সঙ্গে চির বন্ধনযুক্ত নবান্ন উৎসবের মাস। চিরচেনা সেই উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুরহাটে বসেছে ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা। ছবি: আল মামুন
-
মেলায় ঢুকেই সারি সারি দোকানগুলোতে চোখে পড়ে মন-জুড়ানো সব মাছের পসরা। দূরদূরান্ত থেকে বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য।
-
দোকানগুলোতে থরে থরে সাজানো আছে বড় বড় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙাশ মাছ।
-
চাষের মাছের পাশাপাশি নদীর বাঘাইড়, গাঙচিতল এবং দু-এক ধরনের সামুদ্রিক মাছও উঠেছে এ মেলায়।
-
সবাই দরদাম করে মাছ কিনছেন। আকারভেদে ৩০০-১৮০০ টাকায় প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে।