শিশুপার্কটি এখন পরিত্যক্ত
একসময় ঢাকা শহরে শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের প্রধান আকর্ষণ ছিল শাহবাগ শিশু পার্ক। কিন্তু অযত্ন-অবহেলায় পার্কটি এখন পরিত্যক্ত। ছবি: বিপ্লব দীক্ষিত
-
শাহবাগ শিশু পার্কের আগের নাম ছিল শহীদ জিয়া শিশু পার্ক। বর্তমানে পার্কটির নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক।
-
যে কোনো সরকারি ছুটির দিন বা ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু-কিশোর এ পার্কে যেতো। কিন্তু সংস্কার বা আধুনিকায়নের কার্যক্রম চলমান থাকায় গত পাঁচ বছর ধরে পার্কটি বন্ধ।
-
পার্কটিতে এখন নেই শিশু-কিশোরদের সেই চিরচেনা কোলাহল।
-
পুরো পার্কজুড়ে বিরাজ করছে সুনসান নীরবতা।
-
অথচ একসময় এই পার্কে সব বয়সী মানুষের ঢল নামতো।
-
পার্কটি দীর্ঘদিন বন্ধ থাকায় বিনোদনের সুযোগ বঞ্চিত হচ্ছে রাজধানীর শিশু-কিশোররা।
-
পার্কটি চালু আছে বা পার্কের সংস্কারকাজ শেষ হয়েছে, এমন ধারণা থেকে এখনো প্রতিদিন সকাল-বিকেল শিশু-কিশোরদের নিয়ে শাহবাগে যেতে দেখা যায় অভিভাবকদের। কিন্তু পার্ক চালু না হওয়ায় তারা আক্ষেপ আর হতাশা নিয়েই ফিরে যান।