আজকের আলোচিত ছবি: ১৫ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বেতনের দাবিতে টানা তিনদিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। পরে সরকারের সহায়তায় গ্রুপের পাঁচটি কারখানার ৩ হাজার ৬২০ শ্রমিক এবং ১২০ জন স্টাফ বকেয়া এক মাসের বেতন পেয়েছেন। ফলে ১৬ নভেম্বর থেকে কারখানাগুলো চালু হবে। ছবি: জাগো নিউজ
-
দাওয়াতি কার্যক্রম না থাকা সাদপন্থিরা শুক্রবার জুমার নামাজ শেষে কাকরাইল এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। এছাড়া যাদের দাওয়াতি কার্যক্রম রয়েছে, কেবল তারা কাকরাইল মারকাজ মসজিদে অবস্থান করছেন। অনুসারীদের কাকরাইল মসজিদ থেকে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। ছবি: জাগো নিউজ
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট: প্রটেক্টিং বোথ পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। এসময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ছবি: আইএসপিআর
-
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেবামূলক প্রতিষ্ঠান ঢাকাস্থ মাগুরা ফেরাম। আজ রাজধানীর কাজীপাড়ায় কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে সংগঠনটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
দেশের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ যশোরের মনিহার থেকে শুরু করে বর্তমান সময়ের জনপ্রিয় মাল্টিপ্লেক্সগুলোতে আজ মুক্তি পেয়েছে সুপার স্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সিনেমাটির মুক্তি ঘিরে রাজধানীর মধুমিতাসহ দেশের হলগুলোতে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে। ছবি: সংগৃহীত