কী আছে বনশ্রীর মেরাদিয়া হাটে?
প্রতি বুধবার জমে উঠে বনশ্রী আবাসিক এলাকার জে ব্লকে রামপুরা খালের ধারে বসা মেরাদিয়া হাট। শত শত দোকান, হাজার মানুষের আগমন এ হাটে। প্রয়োজনীয় জিনিস কম দামে কিনতে এখানে ভিড় জমান নগরবাসীরা। ছবি: মাহবুব আলম
-
কী নেই এ হাটে! শাক-সবজি, হাঁস-মুরগি, প্রয়োজনীয় জিনিসপত্র। আশেপাশের গ্রামীণ এলাকার বাড়ির লাউ-কুমড়াও ওঠে হাটে।
-
কেউ কেউ নিয়ে আসেন নিজের ঘরে পালা গরু, ছাগল, হাঁস-মুরগি, কেউ আনেন বাড়ির গাভীর টাটকা দুধও।
-
জানা যায়, ব্রিটিশ শাসনের মধ্যবর্তী সময়ে জমিদার জানকি বল্লভ এ হাটটি প্রতিষ্ঠা করেন। একসময়ের নড়াই নদীকে সবাই এখন ‘রামপুরা খাল’ নামে চেনেন।
-
হাতিরঝিলের শেষ সীমানায় রামপুরা ব্রিজের নিচ থেকে এই নড়াই নদী তথা রামপুরা খালের শুরু। যা আফতাবনগর-বনশ্রীর মাঝ দিয়ে আরও পূর্ব দিক দিয়ে বয়ে গেছে। তবে, স্থানীয়দের অভিযোগ হাটের মূল অংশ দখল করে সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
-
স্থানীয়দের কাছে খুব জনপ্রিয় এ হাট। আশেপাশের এলাকার অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসে এ হাটে। কেউ আসেন পণ্য নিয়ে। অনেকেই আসেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।
-
স্থানীয়দের কাছে এ হাট সাপ্তাহিক কেনাকাটার এবং একই সঙ্গে দলবেঁধে আড্ডা ও ঘোরাঘুরির হাট হিসেবেও জনপ্রিয়।
-
হাটে পোষা বিড়াল নিয়ে এসেছেন তারা।
-
বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে বসেছেন বিক্রেতা। সেখান থেকেই পছন্দমতো চারা কিনে নিচ্ছেন ক্রেতারা।
-
আর্টিফিশিয়াল ফুলগাছ বিক্রি করছেন এক বৃদ্ধ।
-
স্ত্রী কেনা-কাটায় ব্যস্ত। সন্তান কোলে বসে আছেন এক ব্যক্তি।
-
শীতের হাওয়া বইছে রাজধানীতেও। তাইতো চলছে প্রস্তুতি।