আজকের আলোচিত ছবি: ১২ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ আজারবাইজানে হোটেল রিটজ কার্লটনে আল আজহার আল শরীফের গ্র্যান্ড ইমাম আহমাদ আল-তায়িব এর সাথে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কপ-২৯ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: উপদেষ্টার ফেসবুক থেকে
-
কপ ২৯ সম্মেলনের ফাঁকে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আডো এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলির সঙ্গে দেখা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: উপদেষ্টার ফেসবুক থেকে
-
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি। ছবি: পিআইডি
-
সরকারি বিভিন্ন কাজ বাস্তবায়নে টেন্ডারের (দরপত্র) মাধ্যমে কাজ দেওয়ার ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: মাসুদ রানা
-
প্রকল্পের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের সুযোগ রয়েছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এগুলো রোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বিপ্লব দীক্ষিত