২৮ ঘণ্টা ধরে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ২৮ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে মহাসড়কে। ছবি: আমিনুল ইসলাম
-
রাজধানীর প্রবেশদ্বার খ্যাত মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে চলছে না কোনো গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন।
-
চরম ভোগান্তি আর নানা দুর্ভোগ নিয়ে দেশের উত্তরাঞ্চল থেকে শত শত মানুষ হেঁটে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকার দিকে ফিরছেন।
-
একইভাবে যারা ঢাকা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে যাচ্ছেন তারা গাজীপুর চৌরাস্তা বাদ দিয়ে বিকল্প পথে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
-
আর সকালে যারা এই পথ দিয়ে উত্তরাঞ্চলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন তারা হেঁটে এবং নানা ঝক্কি ঝামেলা করে গাজীপুর চৌরাস্তা এসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
-
এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। তৈরি হয়েছে জনদুর্ভোগ।