ওএমএস ট্রাকের সামনে ক্রেতাদের ভিড়
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৬ নভেম্বর ২০২৪
আপডেট: ০৩:১৮ পিএম, ০৬ নভেম্বর ২০২৪
নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস বাড়ছে। ফলে মন্ত্রণালয়ের অধীনে ন্যায্যমূল্যে খোলাবাজারে (ওএমএস) পণ্য কিনতে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
সরকার ঢাকাসহ সারা দেশে ওএমএস ডিলারের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে চাল ও আটা বিক্রি করছে।
-
একজন সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারেন। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হচ্ছে।
-
ওএমএসের চাল ও আটা পেতে ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
-
লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।
-
কোলে শিশুসন্তান নিয়ে সকাল থেকে ওএমএসের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন এক নারী।