আজকের আলোচিত ছবি: ০৪ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে সংস্কার কমিশনসমূহের প্রধানদের সঙ্গে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘একটু উন্নতি’ হলেও ‘সন্তোষজনক নয়’ বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান। ছবি: মুসা আহমেদ
-
রাজধানীর উত্তরা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: জাহাঙ্গীর আলম
-
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩৩৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
৩৬ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনা সদস্যদের ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ শেষে ৭৫৮ জন নবীন সদস্য শপথ নেন। ছবি: মুজিবুর রহমান ভুইয়া