আজ ইলিশ ধরার উৎসবে নামবে জেলেরা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৪
আপডেট: ০২:৪৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৪
দীর্ঘ ২২ দিন নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরসহ দেশের ৬ অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা। আজ রাত ১২ টার পর থেকে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ছবি: শরীফুল ইসলাম
-
দীর্ঘ বিরতি শেষে আবারও চাঁদপুরের পদ্মা-মেঘনার জেলেরা নদীতে নামবে।
-
শেষ মুহূর্তে নৌকা ও জাল প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটছে জেলেদের।
-
বিগত বছরের তুলনায় এই বছর অভয়াশ্রম এলাকায় কঠোর অবস্থানে থাকায় জেলেরা নদীতে নামার সুযোগ পায়নি বলে জানিয়েছে প্রশাসন।
-
২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে।
-
আজ মধ্যরাত থেকে ইলিশ ধরার উৎসবে নেমে পড়বেন তারা। এজন্য জাল ও নৌকাসহ ইলিশ ধরার অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেছেন।