আজকের আলোচিত ছবি: ০২ নভেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
-
বাংলাদেশের সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ সাফল্য চায় আর তোমরা আমাদের সেই সাফল্য এনে দিয়েছ। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
-
সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। ছবি: মাসুদ রানা
-
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ গণভবনের গেটে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এই কমিটি ঘোষণা করেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
৩ জেলায় কারিগরি শিক্ষার মানে সন্তুষ্ট ১৩ শতাংশ শিক্ষার্থী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক জাতীয় সম্মেলনে এ তথ্য জানানো হয়। ছবি: সাইফুল হক মিঠু
-
আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ছবি: জাগো নিউজ
-
স্পেনে ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। ছবি: এএফপি