জাতীয় পার্টির অফিসে কড়া পাহারায় পুলিশ
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০২ নভেম্বর ২০২৪
আপডেট: ০৪:০৭ পিএম, ০২ নভেম্বর ২০২৪
রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এরপরই পূর্বনির্ধারিত সমাবেশের কর্মসূচি বাতিল করেছে জাতীয় পার্টি (জাপা)। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
আজ সকাল থেকে কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীর দেখা নেই। তবে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা ও উৎসুক মানুষের আনাগোনা।
-
নেতাকর্মীর দেখা না মিললেও সেখানে বেড়েছে গণমাধ্যম কর্মীদের আনাগোনা।
-
ডিএমপি বলছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
-
পুলিশের পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ও জনগণের জান-মালের নিরাপত্তায় দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির অফিসের সামনে আসে সেনাবাহিনীর দুটি টহল গাড়ি।