সিটি কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ
ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে আজও সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। ছবি: নাহিদ হাসান
-
কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাখান করে দুপুর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
-
এর আগে চলমান আন্দোলনের মুখে ২৮ অক্টোবরের নোটিশে ২৯ অক্টোবর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার সন্ধ্যার এক নোটিশে বুধ ও বৃহস্পতিবার আরও দুই দিনের ছুটি ঘোষণা করা হয়।
-
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা ম্যারিয়ট কনভেনশন সেন্টারের সামনে জড়ো হন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে ধানমন্ডি ২ নম্বর সড়কের একপাশের যানচলাচল বন্ধ রয়েছে।
-
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। যেখানে কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিকেল ৩টার পর কলেজের মূল ফটক খুলে নিচ তলায় কন্ট্রোল রুমে থাকা অধ্যক্ষ ও উপাধ্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। সেসময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা দ্বিতীয় তলায় উঠতে চাইলে সেনাবাহিনী ভেতর থেকে গেট বন্ধ করে দেয়।