জাল বুনে অলস সময় কাটছে জেলেদের
ইলিশের প্রজনন নিশ্চিত করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) মাছ শিকার, আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আর এই ২২ দিন অবসর সময়ে জাল বুনার কাজে অলস সময় কাটাচ্ছেন বরিশালের জেলেরা। ছবি: শাওন খান
-
নিষেধাজ্ঞার ২২ দিনে পরিবার-পরিজন নিয়ে কীভাবে দিন পার করবেন তা নিয়েও দুশ্চিন্তায় আছেন জেলেরা। নিষেধাজ্ঞার সময়ে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় কম। তাই জেলেরা সহায়তার পরিমাণ আরও বাড়ানোর পাশাপাশি সহযোগিতার দাবী জানিয়েছেন।
-
বরিশাল জেলার বানারীপাড়া, স্বরূপকাঠি, উজিরপুর, মেহেন্দীগঞ্জ, মুলাদী বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, তালতলী, সায়েস্তাবাদসহ মাছের খাল ও বিভিন্ন নদীর মোহনায় গিয়ে দেখা গেছে, হাজারও জেলে নৌকা তীরে রেখে জাল বুনে সময় কাটাচ্ছেন।
-
দলবেঁধে জাল মেরামত করছেন তারা।
-
অনেকে আবার জাল মেরামতের পাশাপাশি নৌকাও মেরামত করছেন।
-
কিন্তু আয় না থাকায় অনেকেই বিভিন্ন সমিতি ও এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন।