বাহারি সবজিতে ভরপুর কাওরানবাজার
প্রকাশিত: ১২:১১ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:১১ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
শীতের আগেই বাজার ভরা শীতকালীন নানান ধরনের শাকসবজিতে। রাজধানীর কাওরানবাজার থেকে এসব সবজি পাইকারি দরে কিনে নিয়ে যান শহরের খুচরা বিক্রেতারা। ছবি: মাহবুব আলম
-
ভোর হলেই খুচরা সবজি বিক্রেতারা চলে আসেন কাওরানবাজারে।
-
এখান থেকে পাইকারি দরে সবজি কিনে নিয়ে শহরের ছোট ছোট বাজার ও ভ্যানে করে বিক্রি করেন তারা।
-
যে যার পছন্দ মতো সবজি কিনে নিচ্ছে।
-
এখানে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো।
-
আগের তুলনায় দাম কমেছে লাউয়ের। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
-
ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা পিস।
-
ফুলকপির দাম বেশি হলেও কিছুটা কমে পাওয়া যাচ্ছে বাঁধাকপি। প্রতি পিস মিলছে ২৫ টাকায়।
-
লেবু নিয়ে বসে আছেন এক পাইকারি বিক্রেতা।
-
সবজি বাছাইয়ে ব্যস্ত তারা।
-
বিভিন্ন ধরনের সবজি ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা।