আজকের আলোচিত ছবি: ২৭ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলিসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার। ছবি: আইএসপিআর
-
রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খালিদ হোসেন
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো.নাহিদ ইসলামেন সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ছবি: পিআইডি
-
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তার মন্ত্রণালয়ের সভাকক্ষে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে আইন-২০১০ বাস্তবায়ন এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: পিআইডি
-
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা এবং কার্যালয়ের নাম পরিবর্তন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঝালকাঠির কিস্তাকাঠি আবাসন প্রকল্পের সাড়ে ৪০০ ঘর। নির্মাণের ১৮ বছর অতিবাহিত হলেও সংস্কার না হওয়ায় মানবেতর জীবনযাপন করছে এখানকার বাসিন্দারা। ছবি: মো. আতিকুর রহমান
-
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ।