আজকের আলোচিত ছবি: ২৬ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: পিআইডি
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ভোক্তা অধিকার সম্মেলন ২০২৪-এ প্রধান অতিথির বক্তৃতা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
জোড়াতালি দিয়ে সংস্কার চলছে সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের চরিয়া ও সাতটিকরি এলাকায় খানাখন্দ। গর্তে জমে থাকা কাদা-পানিতে বিটুমিন মেশানো পাথর দিয়ে চলছে সংস্কার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: এমএ মালেক
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সারজিস আলমের আসার খবরে রংপুরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)। ছবি: জিতু কবীর
-
পোল্ট্রির দাম কমাতে এদের খাবার বা ফিড সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আসিফ ইকবাল
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট সেটি মাথায় না রেখে এখনো কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছে। ছবি: জিতু কবীর