আজকের আলোচিত ছবি: ২৫ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বিদ্যুৎস্পৃষ্টে আহত বিদ্যুৎকর্মীর খোঁজখবর নেন। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী আজ ঢাকায় এনএসসি মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আগস্টের বিপ্লবের পর রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে করার চক্রান্ত চলছে। আজ ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ রাজধানীর মানিকনগরে সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
আগের ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। আজ কম্বোডিয়ার নমপেনে তারা দ্বিতীয় জয়টি তুলে নিলো ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের এই ম্যাচে ম্যাকাওকে একাই ধসিয়ে দিয়েছেন ফয়সাল। করেছেন ৪ গোল। ছবি: সংগৃহীত
-
দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে দুই পক্ষের মধ্যে প্রায়ই সরাসরি গোলাগুলি হচ্ছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুুদ্ধে বৃহস্পতিবার রাতে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ছবি: এএফপি