আজকের আলোচিত ছবি: ২৪ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান কানাডার অটোয়ায় সেদেশের ভাইস চিফ অব দ্যা ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন আর কেলসির সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
তেজগাঁওয়ে রাজধানীর ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: পিআইডি
-
কক্সবাজার সৈকতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সৃষ্ট প্রবল ঢেউয়ে ইনানীতে নির্মিত নৌবাহিনীর জেটির একটি অংশ ভেঙে গেছে। জেটিটির সংস্কার কাজ চালাতে ব্যবহৃত দুটি ফেরির ধাক্কায় জেটির এ অংশটি ভেঙে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: সায়ীদ আলমগীর
-
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৈরী আবহাওয়া ও সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেইসঙ্গে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ছবি: শাওন খান