স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
সাত কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালী মোড় অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
দুপুর ১২টা থেকে রাজধানীর মহাখালীর আমতলীতে মূল সড়কে অবস্থান নেন তারা।
-
শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
-
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি, উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছি।
-
এদিকে গতকাল বুধবার সাত কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।