রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ
রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে শনিবার ১০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো হলো- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জাসদ (শরীফ নুরুল আম্বিয়া), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট ও গণতান্ত্রিক বাম ঐক্য।
-
রাজনৈতিক দলগুলোর সংলাপে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচারসহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট।
-
শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই সংলাপে কোন কোন দল সংস্কারের পর নির্বাচনের দাবিও জানিয়েছে।
-
ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এই সংলাপে অংশ নিয়ে রাষ্ট্র সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে।
-
সংলাপে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রধান উপদেষ্টার কাছে জুলাই-অগাস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ২৩ দফা লিখিত প্রস্তাব দিয়েছে।
-
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দফার সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও এ দফার সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।