আজকের আলোচিত ছবি: ১৯ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ত্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে নিজেদের জয়ী ভাবছে অনেক দল। অথচ এসব দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কারের চিন্তা-চেতনা নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিটির প্রধান ড. ইফতেখারুজ্জামান। ছবি: হাসান আদিব
-
আজ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্পিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্পের ক্রয় করা এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার প্রত্যক্ষ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সাখাওয়াত হোসেন
-
কক্সবাজারের চকোরিয়ায় আছদ আলী পাড়া গ্রামে আস সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জুলাই বিপ্লবে শহিদ আহসান হাবিবের পিতার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআইডি
-
সারাদেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি স্থায়ীকরণ/জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মচারীরা। এ সময় রাজধানীর ব্যস্ত এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: মাহবুব আলম
-
তিন দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। ছবি: নাহিদ সাব্বির
-
গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮০ জন। ছবি: এএফপি