আজকের আলোচিত ছবি: ১৮ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিস ফরিদা আখতার আজ কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে ফকির লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
দুবাই ও উত্তর আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান গতকাল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেন। ছবি: পিআইডি
-
কুয়াকাটা সমুদ্রসৈকত দুদিন ধরে উত্তাল। ঢেউ আছড়ে পড়ছে তীরে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের দোকানপাট, পুলিশ বক্স ও ভাসমান ব্যবসায়ীরা। তবে উত্তাল সৈকতে মেতেছেন পর্যটকেরা। তাদের নিরাপদে থাকতে নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। ছবি: জাগো নিউজ
-
সাভারের হোমায়েতপুরে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হঠাৎ আপনারা (অন্তর্বর্তী সরকার) আনুপাতিক ভোটের নির্বাচনকে সামনে এনে জটিলতা তৈরি করবেন না। এ জটিলতা তৈরি মানে স্বাধীনতা বিরোধীদের মদদ দেওয়া। পৃথিবীর অনেক দেশ এ পদ্ধতি চালু করে ফিরে এসেছে। নেপাল চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে।’ ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া এই জাতির ১৮ কোটি মানুষই বড় মজলুম। এখনো সেই জুলুমের ভার মানুষকে বহন করতে হচ্ছে। এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে।’ ছবি: জাগো নিউজ