গ্রাফিতি দেখে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে আঁকা কিশোর-তরুণ বিপ্লবীদের বর্ণিল ও বিচিত্র গ্রাফিতি ঘুরে দেখেছেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ
-
ক্যাম্পাস পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রমুখ।
-
ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই জুলাই-আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকাসহ দেশের অন্যান্য শহর ও নগরের দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা সেরা গ্রাফিতি নিয়ে একটি আর্ট বুক প্রকাশের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। সে অনুযায়ী ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি আর্ট বুক প্রকাশ করা হয়।
-
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশ সফরে আসা বিভিন্ন দেশের প্রতিনিধি দলকে এ আর্টবুক উপহার দিয়েছেন।
-
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময়ও তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের হাতে ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ আর্টবুকের কপি তুলে দেন।
-
দেয়ালে আঁকা গ্রাফিতিতে স্বৈরাচার শেখ হাসিনার পাশবিক শক্তিকে প্রতিহত করতে নৃশংস এক বাহিনীর মুখোমুখি আন্দোলন-বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও যুবকদের দাবিদাওয়া, আবেগ-অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা চিত্রিত হয়েছে।
-
ক্যাম্পাস পরিদর্শনের সময় সঙ্গীদের সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধান উপদেষ্টা।
-
মেধা শহীদদের খণ্ড তালিকা দেখছেন প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দল।
-
দেয়ালের গ্রাফিতি দেখে বেশ উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা।
-
দেয়ালে লেখা, ‘আমি, তুমি, আমরা সবাই’ সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
‘নাটক কম করো পিও’-গ্রাফিতিটি দেখে হাসছিলেন প্রধান উপদেষ্টা ও তার সঙ্গীরা।
-
তিনি ঘুরে ঘুরে দেখছেন দেয়ালের সব গ্রাফিতি।
-
‘ধর্ম যার যার, দেশ সবার’-লেখাটি দেখে বেশ খুশি হয়েছেন প্রধান উপদেষ্টা।
-
প্রশান্তির চাহনি তাঁর।