রঙিন মুখে মাকে বিদায় দিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। তাই মণ্ডপে মণ্ডপে নেমেছিল বিষাদের ছায়া। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল গতকাল।
-
সিঁদুর খেলায় মেতেছেন তারা। ছবি: এন কে বি নয়ন
-
১৩ অক্টোবর সন্ধ্যার পর থেকে ফরিদপুর আলীমুজ্জামান ব্রিজ সংলগ্ন বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ছবি: এন কে বি নয়ন
-
এ বছর দেবী দুর্গার আগমন করেছেন দোলায়। পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক, যা শুভ ইঙ্গিত নয়। এ ছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। ছবি: এন কে বি নয়ন
-
শাস্ত্রমতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয়। এটি যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধনা শেষ হলে কৈলাসে স্বামীগৃহে ফিরবেন দেবী দুর্গা। ছবি: এন কে বি নয়ন
-
বছরান্তে দেবী দুর্গার আগমনে মন্দিরে মন্দিরে বেজে ওঠা ঢাক-ঢোল, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। ছবি: এন কে বি নয়ন
-
মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভকামনা করা হয়। ছবি: এন কে বি নয়ন
-
উৎসবে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সর্তক অবস্থানে ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: এন কে বি নয়ন