নজর কেড়েছে এক মন্দিরের ২৫১ প্রতিমা
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৯ অক্টোবর থেকে শুরু হলেও বিভিন্ন মন্দিরে দর্শনার্থীদের ভিড় জমেছে অষ্টমীর দিন থেকে। এবারের পূজায় সবার নজর কেড়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের শ্রীশ্রী হরিমন্দির। সনাতন ধর্মের চার যুগের দেব-দেবীদের জীবনকাহিনী নিয়ে প্রস্তুত করা হয়েছে ২৫১টি প্রতিমার বিশাল প্রদর্শনী, যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
-
মন্দিরের ভিতরে শুভ্রতা ছড়াচ্ছে কাশবন। আছে ছোট পুকুর ও পানির নজরকাড়া ফোয়ারা। এই পুকুরের পাড়েই করা হচ্ছে ২৫১টি প্রতিমার প্রদর্শনী। ছবি: এন কে বি নয়ন
-
এখানে সকাল থেকে রাত পর্যন্ত থাকে দর্শনার্থীদের উপচে পরা ভিড়। ছবি: এন কে বি নয়ন
-
জানা গেছে, পৌরাণিক কাহিনী অবলম্বনে এখানে সত্য, দ্বাপর, ত্রেতা ও কলি এই চারকালে দুষ্টের দমন ও শিষ্টের পালনে ভগবানের অংশ হিসেবে যে চারজন অবতার আবির্ভূত হয়েছেন (শ্রীহরি, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও শ্রীগৌরাঙ্গ), তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে ৫২টি খণ্ডের মাধ্যমে। ছবি: এন কে বি নয়ন
-
পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে শ্রীহরির নিদ্রা, ত্রেতাযুগে রামচন্দ্রের বিয়ে, বনবাস, সীতাহরণ, দ্বাপরযুগে শ্রীকৃষ্ণের কংসের কারাগারে জন্ম, জন্মের পর নন্দালয়ে গমন, নৌকাবিলাস এবং কলিযুগে জগাই-মাধাইয়ের শিষ্য হওয়া, নগরকীর্তন প্রভৃতি কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে আরও ৫২ খণ্ড। এতে সব মিলিয়ে রয়েছে মোট ২৫১টি প্রতিমা। ছবি: এন কে বি নয়ন
-
ভারত থেকে আগত প্রতিমা শিল্পী অনিল পালের আটজন সহযোগী নিয়ে প্রতিমাগুলো তৈরি করতে সময় লেগেছে প্রায় চার মাস। গত বছরও তিনি এখানে ২০১টি প্রতিমা তৈরি করেছিলেন। তবে এবার তিনি গত বছরের চেয়েও ৫০টি প্রতিমা বেশি তৈরি করেছেন। ছবি: এন কে বি নয়ন
-
আজ দশমীর বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসব শেষ হলেও আলফাডাঙ্গার ২৫১টি প্রতিমা আর এক সপ্তাহ (১৭ অক্টোবর পর্যন্ত) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। ছবি: এন কে বি নয়ন
-
ছবি তুলতে ব্যস্ত মণ্ডপে আসা দর্শনার্থীরা। ছবি: এন কে বি নয়ন
-
পরিবার-পরিজন নিয়ে শ্রী শ্রী হরি মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি ভক্ত ও দর্শনার্থীরা। ছবি: এন কে বি নয়ন