আজকের আলোচিত ছবি: ১০ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে গতকাল রাজধানীর রমনা কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি
-
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
আজ দুর্গাপূজার সপ্তমীর দিন। সকাল থেকে মণ্ডপে উৎসবের আমেজে হিন্দু ধর্মালম্বীদের ভিড় দেখা যায়। সেই সঙ্গে মণ্ডপগুলোতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছবিটি ঢাকেশ্বরী মন্দির থেকে তোলা। ছবি: মাহবুব আলম
-
শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব। ছবি: মাহবুব আলম
-
লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। ছবি: মাহবুব আলম