আজকের আলোচিত ছবি: ০৮ অক্টোবর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা-১৪৩১ উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিং করেন। ছবি: পিআইডি
-
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ ঢাকায় ভূমি ভবনের সম্মেলন কক্ষে ‘ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স’ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘স্টাটাস অব টাইগার্স ইন দ্য সুন্দরবনস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে গতকাল ‘বিশ্ব শিশু দিবস-২০২৪’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার নাহিদা সোবহান। ছবি: পিআইডি
-
নেত্রকোনায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে আজ আবার বেড়েছে বন্যার পানি। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার ঝাঞ্জাইল এলাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ছবি: জাগো নিউজ