আজকের আলোচিত ছবি: ২৮ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটি। প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ৫৮১ জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ছবি: জাগো নিউজ
-
কানপুর টেস্টে বৃষ্টির আনাগোনা চলছেই। দ্বিতীয় দিনে ঝিরিঝিরি বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টি মাঝে কয়েক মিনিটের জন্য থামলেও এরপর ফের নেমেছে। ফলে আগেভাগেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। ছবি: সংগৃহীত
-
কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড’স পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা আয়োজিত ‘কস্ট ইফেক্টিভ অ্যান্ড সাসটেইনঅ্যাবল পোলট্রি প্রোডাকশন’ শীর্ষক সেমিনারে আজ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: জাগো নিউজ
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে গতকাল নিউইয়র্কে প্যালেস অব রেসিডেন্সের দ্বিপাক্ষিক সভাকক্ষে এলডিসিএস, এলএলডিসিএস অ্যান্ড এসআইডিএসের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি