আজকের আলোচিত ছবি: ২৭ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারতে রপ্তানির খবরে ঢাকার বাজারে ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা। চলতি মৌসুমের শুরু থেকেই ইলিশের দাম ছিল চড়া। এরমধ্যে নতুন করে দাম বাড়ার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। ছবি: জাগো নিউজ
-
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নজরদারির সময় এসেছে। প্রত্ন নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
কালো ও হলুদ রঙের বাঘের পোশাক গায়ে ‘টাইগার রবি’ নামে পরিচিতি পাওয়া বাংলাদেশি সমর্থক ভারতীয় দর্শকদের মারধরের শিকার হন। কানপুরের গ্রিন পার্কে স্বাগতিক দলের দর্শকদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয় টাইগার রবিকে। ছবি: সংগৃহীত
-
মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টির বাগড়া। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে খানিকটা দেরি। এরপর ৯ ওভার খেলতেই আলো স্বল্পতা। কিছুক্ষণ পর ফের বৃষ্টি। ফলে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হয়। দিন শেষে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। ছবি: সংগৃহীত
-
‘পর্যটন শান্তির সোপান’ স্লোগানে রাজধানী ঢাকায় উদযাপন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা কর্মসূচির আয়োজন করা হয়। আজ রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়। ছবি: জাগো নিউজ
-
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্যপরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস। আজ জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। ছবি: জাগো নিউজ