আজকের আলোচিত ছবি: ২৪ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত তাকে অভ্যর্থনা জানান। ছবি: পিআইডি
-
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল নিউইয়র্কে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে পৌঁছালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তাকে স্বাগত জানান। ছবি: পিআইডি
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ ঢাকায় নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় লার্ভা সাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকায় মোহাম্মদপুর টাউন হলে পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি অন্য কোনো সামগ্রীর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাঁচাবাজারে ক্লিনআপ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইএমএফের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সরাইলের সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রাম ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। ছবি: জাগো নিউজ
-
লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ৫৫৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫০ জনই শিশু। এছাড়া আহত হয়েছে আরও ১ হাজার ৮৩৫ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: এএফপি