আজকের আলোচিত ছবি: ২০ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় বেড়েছে ভ্যাপসা গরম। তাতে নাকাল জনজীবন। গত ১৬ সেপ্টেম্বর থেকে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এই মৃদু তাপপ্রবাহ আজ শুক্রবারও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ছবি: জাগো নিউজ
-
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। এতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ছবি: জাগো নিউজ
-
দেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের ৯ দফা দাবির দ্রুত বাস্তবায়ন ও ২০১৮ সালের ২৯ জুলাই থেকে শুরু হওয়া ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনকে স্বীকৃতিস্বরূপ ২৯ জুলাইকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। ছবি: জাগো নিউজ
-
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে (পেস ও স্পিন মিলিয়ে) ভারতের মাটিতে টেস্টে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। ছবি: সংগৃহীত