আজকের আলোচিত ছবি: ১৭ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর ম্যাথিউ ভারজিসের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকায় পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে ‘বিশ্ব ওজোন দিবস ২০২৪’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ সচিবালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় করেন। ছবি: পিআইডি
-
‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপির ডাকা গণসমাবেশ আজ দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জাগো নিউজ
-
সাম্প্রতিক বন্যায় ১১ জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর বিক্রম। আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান এ উপদেষ্টা। ছবি: সংগৃহীত