আজকের আলোচিত ছবি: ১০ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাসাকি ওয়াটাবের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) কান্ট্রি ম্যানেজার সুধির মুরালিধরন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ভারতের মণিপুর রাজ্যে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার জেরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। ৯ সেপ্টেম্বর থেকে রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে বিপুলসংখ্যক স্কুলছাত্র বিক্ষোভ করে যাচ্ছেন। ছবি: সংগৃহীত
-
লক্ষ্মীপুরে বন্যায় প্রায় সাড়ে ১৮ হাজার পাকা-আধাপাকা ও কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘর মেরামতে প্রায় ১২৬ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হতে পারে। আজ সকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: জাগো নিউজ