আজকের আলোচিত ছবি: ০২ সেপ্টেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাবো না। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না। ছবি-সংগৃহীত
-
ছোট ফেনী নদীর ওপর মুছাপুরে পানি উন্নয়ন বোর্ড নির্মিত ২৩ গেটের রেগুলেটর বন্যার পানির তোড়ে ভেঙে গেছে। এটি সংস্কারের দাবিতে ফেনীর সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন করেছে সোনাগাজীবাসী। আজ দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন হয়। ছবি- জাগো নিউজ
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি সেবা চালু হয়েছে। তবে হাসপাতালটিতে বহির্বিভাগ ও রুটিন সেবা চালু হয়নি। এতে জরুরি বিভাগে বেড়েছে রোগীর চাপ। আজ ঢামেকে সরেজমিনে দেখা যায়, ঢামেকের বহির্বিভাগের টিকিট কাউন্টারে তালা ঝুলছে। কাউন্টারের সামনে অপেক্ষমান রয়েছে ১০-১২ জন রোগী ও স্বজনরা। যারা ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে এসেছেন। তাদের অনেকেই চিকিৎসকদের কর্মবিরতি ও আন্দেলনের খবর জানতেন না। ছবি- জাগো নিউজ
-
টঙ্গীতে বিক্ষোভ ও ভাঙচুরের কারণে ১১ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন সময়ে ওইসব কারখানা থেকে যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা এ ভাঙচুরে অংশ নেন বলে অভিযোগ শ্রমিক ও কারখানার কর্মকর্তাদের। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কাজে যোগ দেন টঙ্গীর বিসিক এলাকার সব পোশাক কারখানার শ্রমিকরা। এরপর সকাল সাড়ে ৯টার দিকে চাকরিচ্যুত কয়েকশ শ্রমিক কয়েক ধাপে ১১টি পোশাক কারখানার গেটে অবস্থান নেন। তারা কর্মরত শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। ছবি- সংগৃহীত
-
বাংলাদেশের ইতিহাসে দ্রুতগতির বল করে নতুন রেকর্ড করেছেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করেছেন ডানহাতি এ পেসার। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রতগতির বলের রেকর্ড। এর আগে ১৫০ এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন রুবেল হোসেন। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা। এদিন বল হাতে ৪ উইকেট শিকার করেছেন তিনি। শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল ও আবরার আহমেদের উইকে তুলে নেন রানা। ছবি- সংগৃহীত