আজকের আলোচিত ছবি: ৩১ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান আজ বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টার রাজনৈতিক সংলাপে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল। দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। ছবি: সংগৃহীত
-
চলমান বন্যায় মৃত্যুর সংখ্যা একদিনে আরও পাঁচজন বেড়েছে। আজ শনিবার পর্যন্ত বন্যায় ১১ জেলায় মোট ৫৯ জন মারা গেছেন। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ছবি: জাগো নিউজ
-
বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বন্যাদুর্গত এলাকার ৪ হাজার ৭৭৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ২ হাজার ৩৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
-
প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৯ রান করেছিল পাকিস্তান। আর দ্বিতীয় সেশনে ৮৪ রান করতে স্বাগতিকরা হারিয়েছে ৪ উইকেট। পুরো সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশের পেসাররা। দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫৫ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান। ছবি: সংগৃহীত
-
আজ দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে রিকশাচালকসহ নিহত শিক্ষার্থী ও জনতার আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: জাগো নিউজ
-
আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় কবি-লেখক-শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: জাগো নিউজ