আজকের আলোচিত ছবি: ২৯ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২০০৬ সালের ২০ ডিসেম্বর নিউইয়র্কে গৃহীত বলপ্রয়োগকৃত নিখোঁজ সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদানি বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকায় পরিবেশ অধিদপ্তরে ৪১তম বিসিএসের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করেন। ছবি: পিআইডি
-
আজ বিকেলে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল সাফজয়ীদের। কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে ৪টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের যুবারা। ছবি: সংগৃহীত
-
দেশের রন্ধন শিল্পকে এগিয়ে নিতে শেফ ফেডারেশন বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের জনপ্রিয় মসলার ব্র্যান্ড ‘প্রাণ গুঁড়া মসলা’। রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি ছিল। প্রায় সাতদিন পর পরিস্থিতি উন্নতি হলেও এখন ভেসে উঠছে ক্ষতচিহ্ন। একের পর ভেঙে পড়েছে মাটির ঘর। কীভাবে নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাবে এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অনেকের। ছবি: জাগো নিউজ