আজকের আলোচিত ছবি: ২৭ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেন্টিয়েভিচ মান্টিটস্কি সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে জাতিসংঘের অফিস অব দ্য হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে আজ ঢাকায় শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে তার অফিসকক্ষে বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন। ছবি: পিআইডি
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর পদত্যাগের এক দফা দাবিতে আজ ‘নবান্ন অভিযান’কে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে হাওড়া ব্রিজ সংলগ্ন অঞ্চলে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সামাল দিতে পুলিশকে ব্যবহার করতে হয়েছে জলকামান এবং কাঁদানে গ্যাস। ছবি: সংগৃহীত