পানির অপর নাম যখন ‘মরণ’
হঠাৎ বন্যায় জানমালের ঝুঁকিতে পড়েছে হাজারো বানভাসী মানুষ। বন্যার পানিতে বিধ্বংসী রূপ নিয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট আর পার্বত্য চট্টগ্রাম। পানিবন্দি হয়ে আছেন লাখো মানুষ।
-
ভারী বর্ষণ ও ফেনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় চট্টগ্রামের মিরসরাইয়ে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দুই লাখের বেশি মানুষ। নদীর পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ১১টি ইউনিয়নের সব এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে এখানকার নতুন নতুন এলাকা। ছবি: এম মাঈন উদ্দিন
-
নোয়াখালীর পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুরে। ২৪ আগস্ট বিকেল থেকে এ পানির চাপ বাড়ছে। এতে জেলার সদর উপজেলার পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নতুন করে নিম্নাঞ্চলসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। ছবি: কাজল কায়েস
-
ফেনী জেলার বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
কমতে শুরু করেছে হাওড়া নদীর পানি। ফলে উন্নতি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাওড়া নদীর পানি আরও ৮ সেন্টিমিটার কমেছে। ছবি: আবুল হাসনাত মো৷ রাফি
-
চট্টগ্রামের মিরসরাইয়ে এখনো আশ্রয়কেন্দ্রে ছুটছে শত শত মানুষ। ছবি: এম মাঈন উদ্দিন
-
কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যার পানি বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে বুড়িচং উপজেলার নতুন নতুন এলাকা। পানির স্রোতে ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন। বসতি ছেড়ে মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। ছবি: জাহিদ পাটোয়ারী