আজকের আলোচিত ছবি: ২৪ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। আজ সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। ছবি: মাসুদ রানা
-
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, এরই মধ্যে কিছু ভিআইপিকে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন এসব বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
মানিকগঞ্জের শিবালয়ে মানিকগঞ্জ ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: পিআইডি
-
কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। উপজেলায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় অধিকাংশ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ছবি: জাহিদ পাটোয়ারী
-
দেশের অন্যতম সেচ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সেংগঠনের সদস্য ও রাজনৈতিক সংগঠনের নেতাকার্মীরা। ছবি: শরীফুল ইসলাম
-
ভারত থেকে নেমে আসা পানি আর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত রামগড়। পানি কমতে শুরু করলেও বানভাসি মানুষের ভোগান্তির শেষ নেই। খাদ্য সঙ্কটে পড়েছে রামগড়ের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির রামগড়ের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
খুলনার পাইকগাছায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি। দু’দফায় মেরামত করা বাঁধ জোয়ারের পানিতে ভেসে গিয়ে ১৩ গ্রাম প্লাবিত হয়েছে। ছবি: আলমগীর হান্নান
-
বন্যাদুর্গত অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ চলছে দেশজুড়ে। রাজশাহীতেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন ত্রাণ সংগ্রহ কার্যক্রমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জোর তৎপরতা চালাচ্ছেন ত্রাণ সংগ্রহের। ছবি: সাখাওয়াত হোসেন