আজকের আলোচিত ছবি: ২২ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা ও বাঁধ খুলে দিয়ে আকষ্মিক বন্যা সৃষ্টি করায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করেছেন অপর এক আইনজীবী। ছবি: ফজলুল হক
-
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। ছবি: আমিনুল ইসলাম
-
স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদ তলিয়ে গেছে। এই মুহূর্তে খাবার নয়, উদ্ধারের আকুতি তাদের। ফেনীর মানুষের সেই আহ্বানে সাড়া দিয়ে ছাত্র-জনতার অনেকে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ছবি: আবু আজাদ
-
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ক্রমেই ফুঁসে উঠছে কুমিল্লার গোমতী নদী। বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসনকে রেড অ্যালার্ট জারি করতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। ছবি: জাহিদ পাটোয়ারী
-
স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনীর পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদের তিন লাখ মানুষ। সম্পদ নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে মানুষের। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলার। নেই বিদ্যুৎ সংযোগও। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
সিলেটে বৃষ্টিপাত ও উজানের ঢলে বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা নদীর পানি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে কুশিয়ারার চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: আহমেদ জামিল
-
টানা বর্ষণ ও মেঘনা নদীর জোয়ারের পানি জমে লক্ষ্মীপুরের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ছবি: কাজল কায়েস
-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদের ওপর স্টিলের একটি সেতু ভেঙে বিপাকে পড়েছেন ১৫ গ্রামের মানুষ। ছবি: মঞ্জুরুল ইসলাম
-
পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন আড়াইশো পর্যটক। ছবি: সাইফুল উদ্দীন
-
রাঙ্গামাটিতে টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে ২০টি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ছবি: সাইফুল উদ্দীন
-
বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত