বন্যার পানিতে ব্যাহত হাসপাতালের সেবা কার্যক্রম
টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। পানি ঢুকেছে হাসপাতাল, সরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের বাসাবাড়িতে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ।
-
জানা যায়, উপজেলার বিভিন্ন খাল ও ডাকাতিয়া নদীতে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকারের ফাঁদ বসানো হয়েছিল। এতে তিনদিনের টানা বৃষ্টি ও উজানের পানির চাপে পৌরসভাসহ ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে অন্তত ৫০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ছবি: জাহিদ পাটোয়ারী
-
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি প্রবেশ করায় জরুরি ও বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের ছাড়পত্র দিয়ে বিদায় করা হচ্ছে। তবে হাসপাতাল আঙিনায় বুক সমান পানি থাকায় অনেকেই আটকা পড়েছেন হাসপাতাল ভবনে। বিকল্প ব্যবস্থায় কেউ কেউ বাড়িতে ফিরে যাচ্ছেন। ছবি: জাহিদ পাটোয়ারী
-
পোল্ট্রি ফার্মে বন্যার পানি প্রবেশ করায় মারা গেছে বহু মুরগি। ছবি: জাহিদ পাটোয়ারী
-
তলিয়ে গেছে রাস্তাঘাট। ছবি: জাহিদ পাটোয়ারী
-
বন্যার পানিতে ভেসে গেছে পুকুর, ডোবাসহ বহু মাছের প্রজেক্ট। ছবি: জাহিদ পাটোয়ারী