তলিয়ে গেছে ফেনীর বিভিন্ন এলাকা
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
-
মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
তলিয়ে গেছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
পানিবন্দি হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছে চরম দুর্ভোগে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
লোকালয়ে পানি ঢুকে দুই উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি রয়েছেন। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
জানা গেছে, ফায়ার সার্ভিসের সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় দুটি ডিঙি নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনার জন্য সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
ফেনীর আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
রাস্তায় হাঁটুপানি উঠে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না। ছবি: আবদুল্লাহ আল-মামুন